মেট্রিক পদ্ধতিতে রূপান্তরকরনের জন্য মেট্রিক রুপান্তরের তালিকাগুলি

TOP 10 একর থেকে হেক্টর রূপান্তর মিলিমিটার থেকে ইঞ্চি রূপান্তর ইঞ্চি থেকে ফুট রূপান্তর ফুট থেকে গজ রূপান্তর ইঞ্চি থেকে সেন্টিমিটার রূপান্তর ইঞ্চি থেকে মিলিমিটার রূপান্তর গ্রাম থেকে আউনস রূপান্তর সেলসিয়াস থেকে কেলভিন রূপান্তর বর্গ গজ থেকে বর্গ মিটার রূপান্তর বর্গ মিটার থেকে বর্গ ফিট রূপান্তর
ফরাসী বিপ্লবের পরবর্তী সময়ে 1799 সালে ফ্রান্সে মেট্রিক পদ্ধতির উদ্ভব ঘটে যদিও অন্য অনেক দেশে এবং সংস্কৃতিতে আগে থেকেই দশমিক পদ্ধতির প্রচলন ছিল। যদিও অনেক ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতির এবং এককের সংজ্ঞার পরিবর্তন ঘটেছে, বেশীরভাগ দেশেই মেট্রিক পদ্ধতির আধুনিকতম সংস্করণই পরিমাপের আনুষ্ঠানিক পদ্ধতি যাকে "এককের আন্তর্জাতিক পদ্ধতি" বলা হয়ে থাকে।